‘জান্নাত’ দেওয়ার নাম করে একটি দল জনগণের সঙ্গে প্রতারণা করছে: চাঁদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, ‘জান্নাত’ দেওয়ার মালিক মহান আল্লাহ। অথচ একটি দল জান্নাত দেবার নাম করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাদের প্রতারণায় কেউ বিচলিত হবেন না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।
চাঁদ বলেন, ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভুলভাল বলে বিচলিত করার চেষ্টা করছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। মানুষ তাদের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রত্যাহার করেছে।
তিনি বলেন, মুসলমানদের কাছে বড় সম্পদ হলো ইসলাম ধর্ম। ইসলাম কোনো দলের এজেন্ডা নয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য ইউনিয়নে একটি করে মিনি অ্যাম্বুলেন্স থাকবে, চিকিৎসক থাকবে। আপনাদের আর উপজেলা হাসপাতালে ছুটতে হবে না। ন্যায্য মুল্যে ওষুধ পাবেন।
এছাড়াও মাদকমুক্ত সমাজ, সন্ত্রাস, চাঁদাবাজিসহ মানুষের জন্য শান্তির উপজেলা করার ঘোষণা দেন বিএনপির এই নেতা।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।

